ফ্রিল্যান্সিংয়ে আয় বাড়ানোর গোপন ১০০ টি টিপস - 100 secret tips to increase income in freelancing

ফ্রিল্যান্সিং শিখে বেশি ইনকাম করার গোপন ১০০ টি টিপস 

লেখালেখি ও কনটেন্ট ক্রিয়েশন

1. কন্টেন্ট রাইটিং: ব্লগ পোস্ট, আর্টিকেল, এবং ওয়েবসাইট কন্টেন্ট লিখে ইনকাম।

2. কপিরাইটিং: বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং ইমেইল ক্যাম্পেইনের জন্য কপি লিখা।

3. ব্লগিং: নিজের ব্লগ চালিয়ে ইনকাম।

4. ঘোস্ট রাইটিং: অন্যের জন্য বই বা প্রবন্ধ লিখা।

5. টেকনিক্যাল রাইটিং: প্রযুক্তিগত নির্দেশিকা এবং ম্যানুয়াল লিখা।

6. ইবুক রাইটিং: ইবুক লিখা এবং বিক্রি করা।

7. কোর্স মেটিরিয়াল ডেভেলপমেন্ট: অনলাইন কোর্সের জন্য কনটেন্ট তৈরি।

8. স্ক্রিপ্ট রাইটিং: ভিডিও, ফিল্ম, বা থিয়েটারের জন্য স্ক্রিপ্ট লিখা।

9. অনলাইন টিউটরিং: বিভিন্ন বিষয়ে অনলাইন কোচিং।

10. এসেই রাইটিং: শিক্ষার্থীদের জন্য একাডেমিক প্রবন্ধ লিখা।


ডিজাইন ও ক্রিয়েটিভ

11. গ্রাফিক ডিজাইনিং: লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন।

12. ওয়েব ডিজাইন: ওয়েবসাইট ডিজাইন এবং লেআউট তৈরি।

13. ইউএক্স/ইউআই ডিজাইন: অ্যাপ এবং ওয়েবসাইটের জন্য ইউএক্স/ইউআই ডিজাইন।

14. মোশন গ্রাফিক্স: অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স তৈরি।

15. ইলাস্ট্রেশন: বই, ম্যাগাজিন এবং ওয়েবসাইটের জন্য ইলাস্ট্রেশন তৈরি।

16. ইনফোগ্রাফিক ডিজাইন: ডাটা ভিজ্যুয়ালাইজেশন এবং ইনফোগ্রাফিক তৈরি।

17. ফটো এডিটিং: ফটোশপ এবং লাইটরুম ব্যবহার করে ছবি এডিট করা।

18. ক্যারেক্টার ডিজাইন: অ্যানিমেশন বা ভিডিও গেমের জন্য ক্যারেক্টার ডিজাইন।

19. প্রেজেন্টেশন ডিজাইন: প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি।

20. প্যাকেজিং ডিজাইন: পণ্য এবং ব্র্যান্ডের জন্য প্যাকেজিং ডিজাইন।


ডেভেলপমেন্ট ও প্রযুক্তি

21. ওয়েব ডেভেলপমেন্ট: ওয়েবসাইট তৈরি এবং মেইনটেনেন্স।

22. ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট: HTML, CSS, JavaScript ব্যবহার করে ওয়েবসাইটের ফ্রন্টএন্ড তৈরি।

23. ব্যাকএন্ড ডেভেলপমেন্ট: সার্ভার, ডাটাবেস এবং API ডেভেলপমেন্ট।

24. ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট: ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড উভয় ডেভেলপমেন্ট।

25. অ্যাপ ডেভেলপমেন্ট: মোবাইল অ্যাপ তৈরি।

26. ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট: ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজেশন এবং থিম ডেভেলপমেন্ট।

27. শপিফাই ডেভেলপমেন্ট: ই-কমার্স সাইট তৈরি এবং কাস্টমাইজেশন।

28. ডাটা সায়েন্স: ডাটা অ্যানালাইসিস এবং মডেলিং।

29. মেশিন লার্নিং: মেশিন লার্নিং মডেল তৈরি।

30. গেম ডেভেলপমেন্ট: ভিডিও গেম তৈরি।


মার্কেটিং ও সেলস

31. ডিজিটাল মার্কেটিং: SEO, SEM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

32. কনটেন্ট মার্কেটিং: ব্লগ, ভিডিও, এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি।

33. ইমেইল মার্কেটিং: ইমেইল ক্যাম্পেইন তৈরি এবং ম্যানেজ করা।

34. অ্যাফিলিয়েট মার্কেটিং: পণ্য বা সেবা প্রচার করে কমিশন ইনকাম।

35. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করা।

36. পিপিসি অ্যাডভার্টাইজিং: গুগল অ্যাডওয়ার্ডস, ফেসবুক অ্যাডস ইত্যাদি ম্যানেজ করা।

37. ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট: ক্লায়েন্টদের সাথে সম্পর্ক বজায় রাখা এবং বিক্রয় বাড়ানো।

38. প্রোডাক্ট লঞ্চ কনসালটেন্সি: নতুন প্রোডাক্ট লঞ্চের জন্য স্ট্র্যাটেজি তৈরি।

39. ইভেন্ট মার্কেটিং: ইভেন্ট প্রোমোশন এবং ম্যানেজমেন্ট।

40. ব্র্যান্ড স্ট্র্যাটেজি: ব্র্যান্ডিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি।


ভিডিও ও মাল্টিমিডিয়া

41. ভিডিও এডিটিং: ভিডিও কন্টেন্ট তৈরি এবং এডিট।

42. ভিডিও প্রোডাকশন: ভিডিও শুট এবং প্রোডাকশন।

43. মোশন গ্রাফিক্স: ভিডিওতে মোশন গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি।

44. অ্যানিমেশন: 2D এবং 3D অ্যানিমেশন তৈরি।

45. ভিডিও মার্কেটিং: ইউটিউব এবং অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে মার্কেটিং।

46. স্টক ভিডিও ফুটেজ: স্টক ভিডিও ফুটেজ তৈরি এবং বিক্রি।

47. ডকুমেন্টারি ফিল্ম মেকিং: ডকুমেন্টারি ফিল্ম তৈরি।

48. ভ্লগিং: ভ্লগ তৈরি এবং ইউটিউবে পোস্ট করা।

49. লাইভ স্ট্রিমিং: লাইভ ইভেন্ট এবং ওয়েবিনার স্ট্রিমিং।

50. ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি: ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি এবং ম্যানেজমেন্ট।


অডিও ও সঙ্গীত

51. ভয়েস ওভার: অডিও এবং ভিডিওর জন্য ভয়েস ওভার করা।

52. মিউজিক প্রোডাকশন: মিউজিক ট্র্যাক তৈরি।

53. অডিও এডিটিং: অডিও ফাইল এডিট করা।

54. পডকাস্ট প্রোডাকশন: পডকাস্ট তৈরি এবং এডিট।

55. স্টক মিউজিক: স্টক মিউজিক ট্র্যাক তৈরি এবং বিক্রি।

56. অডিও ট্রান্সক্রিপশন: অডিও ফাইল ট্রান্সক্রাইব করা।

57. মিউজিক কম্পোজিশন: সিনেমা, ভিডিও গেম, এবং বিজ্ঞাপনের জন্য মিউজিক কম্পোজ করা।

58. সাউন্ড ডিজাইন: ভিডিও এবং গেমের জন্য সাউন্ড ইফেক্ট তৈরি।

59. ভোকাল রেকর্ডিং: গান বা ভোকাল রেকর্ডিং।

60. অডিও বুক প্রোডাকশন: অডিও বুক তৈরি।


তথ্যপ্রযুক্তি ও সাপোর্ট

61. আইটি সাপোর্ট: আইটি সমস্যার সমাধান এবং সাপোর্ট।

62. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন: সার্ভার এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট।

63. ক্লাউড কম্পিউটিং: ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট।

64. সাইবার সিকিউরিটি: সাইবার সিকিউরিটি কনসালটেন্সি।

65. ডেটাবেস ম্যানেজমেন্ট: ডেটাবেস তৈরি এবং ম্যানেজমেন্ট।

66. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং: নেটওয়ার্ক ডিজাইন এবং ম্যানেজমেন্ট।

67. টেকনিক্যাল সাপোর্ট: টেকনিক্যাল সমস্যার সমাধান।

68. ডেভঅপস: ডেভঅপস ইঞ্জিনিয়ারিং।

69. আইটি কনসালটেন্সি: আইটি সম্পর্কিত পরামর্শ।

70. সফটওয়্যার টেস্টিং: সফটওয়্যার টেস্টিং এবং কিউএ।


প্রশাসনিক ও সাপোর্ট

71. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট: বিভিন্ন প্রশাসনিক কাজ।

72. ডেটা এন্ট্রি: ডেটা এন্ট্রি এবং ডেটাবেস ম্যানেজমেন্ট।

73. প্রোজেক্ট ম্যানেজমেন্ট: প্রোজেক্ট পরিকল্পনা, এক্সিকিউশন, এবং মনিটরিং।

74. ব্যবসা বিশ্লেষণ: ব্যবসার ডেটা বিশ্লেষণ এবং স্ট্র্যাটেজি প্রস্তাব।

75. বুককিপিং: আর্থিক লেনদেনের রেকর্ড রাখা।

76. অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট: অফিসের বিভিন্ন প্রশাসনিক কাজ।

77. কাস্টমার সার্ভিস: গ্রাহক সহায়তা প্রদান।

78. ট্রান্সক্রিপশন: অডিও ও ভিডিও ফাইল ট্রান্সক্রাইব করা।

79. ডকুমেন্ট ম্যানেজমেন্ট: ডকুমেন্ট অর্গানাইজ এবং ম্যানেজমেন্ট।

80. ক্যালেন্ডার ম্যানেজমেন্ট: সময়সূচী এবং মিটিং সমন্বয় করা।

81. ইমেল ম্যানেজমেন্ট: ইমেল বক্স ম্যানেজ এবং রিপ্লাই করা।

82. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট: ব্যবসার জন্য গবেষণা এবং ডেভেলপমেন্ট কাজ।


ফাইন্যান্স ও লিগ্যাল

83. অ্যাকাউন্টিং: আর্থিক লেনদেন এবং রিপোর্টিং।

84. ট্যাক্স পরামর্শ: ট্যাক্স পরিকল্পনা এবং পরামর্শ।

85. ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস: আর্থিক ডেটা বিশ্লেষণ।

86. বিজনেস কনসালটিং: ব্যবসায়িক স্ট্র্যাটেজি এবং কনসালটেন্সি।

87. লিগ্যাল রাইটিং: আইনি ডকুমেন্ট লিখা এবং পর্যালোচনা।

88. কনট্র্যাক্ট ম্যানেজমেন্ট: চুক্তি তৈরি এবং ম্যানেজমেন্ট।

89. অডিটিং: আর্থিক অডিট এবং মূল্যায়ন।

90. ইনভেস্টমেন্ট কনসালটিং: বিনিয়োগ পরিকল্পনা এবং পরামর্শ।

91. কমপ্লায়েন্স: আইন এবং নিয়ম-কানুন অনুযায়ী কাজ নিশ্চিত করা।

92. ফান্ডরেইজিং: অর্থ সংগ্রহ এবং ফান্ড ম্যানেজমেন্ট।


শিক্ষা ও প্রশিক্ষণ

93. ই-লার্নিং কনটেন্ট ক্রিয়েশন: অনলাইন কোর্স এবং প্রশিক্ষণ কনটেন্ট তৈরি।

94. ল্যাঙ্গুয়েজ টিচিং: বিভিন্ন ভাষা শেখানো।

95. স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং: বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

96. কোচিং এবং মেন্টরিং: ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য কোচিং।

97. কারিকুলাম ডেভেলপমেন্ট: শিক্ষার কারিকুলাম তৈরি।

98. স্টাডি মেটিরিয়াল ডেভেলপমেন্ট: শিক্ষার জন্য স্টাডি মেটিরিয়াল তৈরি।

99. অনলাইন টিউটরিং: বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাস নেওয়া।

100. ওয়ার্কশপ এবং সেমিনার: শিক্ষামূলক ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজন।

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGvdUbqc79K_CVsJp9it8mQliSu7W7IHmbkCFeo80T9ZuoWR64vbAK6ysPXNscuKWvvii4mRYOEAcoe1vLWm7P8EUGYDwd || Adobe সফটওয়্যার কালেকশন, ওয়ার্ড ফাইল কালেকশন ও গ্রাফিক্স কালেকশনঃ open files   জনপ্রিয় ৫০০০+ বইয়ের কালেকশন। open files   গ্রাফিক্স ডিজাইন কোর্স ( Graphics Design ) open files    ডিজিটাল মার্কেটিং কোর্স।  open files   এস ই ও ফুল কোর্স। open files   ফাইভার সাকসেস মার্কেটিং- ৪০ টি ভিডিও। open files   সিপিএ মার্কেটিং ফুল কোর্স। open files 1 open files 2 open files 3  ফেসবুক মার্কেটিং কোর্স। open files 1  ডাটা এন্ট্রি- Data Entry কোর্স।  open files 1 open files 2  পাওয়ার পয়েন্ট ফুল কোর্স। open files   মাইক্রোসফট এক্সেল কোর্স। open files   Logo Design by Baki Billah open files 1 open files 2 open files 3  Motion Graphics- Creative IT open files   ভিডিও এডিটিং- ৩২ টি ভিডিও।  open files 1 open files 2  ইউটিউব থেকে আয় কোর্স - 30 টি ভিডিও। open files 1 open files 2  ইথিক্যাল হাকিং কোর্স। open files   ফেসবুক হ্যাকিং কোর্স।  open files   ওয়াইফাই হ্যা*কিং Wifi Ha*ck*ing Full course: open files 1 open files 2  আন্ড্রয়েড হ্যা*কিং কোর্স ২৭ টি ভিডিও। open files 1   আন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট- ৫৮ টি ভিডিও।  open files    ওয়েব ডেভেলপমেন্ট (Web Development) ওয়েব ডেভেলপমেন্ট- ১০০+ টি ভিডিও।  01. HTML CSS and BOOTSTRAP open files 1 open files 2  02. Javascript open files 1  03. Paython for Basic open files 1  04. SQL for Database open files 1  5. Django Backend open files 1  06. React for Frontend Development open files 1  ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট- ৪০ টি ভিডিও। open files 1 open files 2  ওয়েব ডিজাইন – ৩৩ টি ভিডিও।  open files 1  গুগোল টপ রেংকিং কোর্স google top rangking: open files 1  সুন্দর ও দ্রুত হাতের লেখা- ৬৯ টি ভিডিও। open files   অটোক্যাড কোর্স। open files   ২৪ ঘন্টায় কুরআন শিক্ষা। open files   স্পোকেন ইংলিশ কোর্স। open files   কনটেন্ট রাইটিং। open files 1   চাকরী জীবনের প্রস্তুতি। open files 1   ইমেইল মার্কেটিং। open files   কম্পিউটার বেসিক কোর্স। open files 1   মোশন গ্রাফিক্স কোর্স। open files 1  LinkedIn মার্কেটিং। open files 1  অন্যান্য কোর্স, ও প্রয়োজনীয় সফটওয়্যার সমূহঃ open files      খুব অল্প কিছু ২/১ লিংক ওপেন হবেনা এটাই স্বাভাবিক কারণ হয় জিমেইল এর স্টোরেজ রিনিউ করা হয়নি। অথবা অ্যাক্সেস ব্লক করে দিয়েছে ওনার । একার পক্ষে তো এর রিসোর্স রাখা  সম্ভব না বেশীর ভাগ জিনিসই কালেক্ট করা তাই ধৈর্য নিয়ে একটা লিংক কাজ না করলে অন্য লিংক ট্রাই করবেন খুব দরকারি যা কিছু মনে হবে ডাউনলোড দিয়ে রাখবেন।   কিছু নির্দেশনা 📚   ১। যদি আপনার ফোনে গুগল ড্রাইভ এবং গুগল ডক অ্যাপ না থাকে তাহলে অবশ্যই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিবেন।    ২। যেসব ভিডিও ওপেন হবে না সেসব ভিডিও দেখার জন্য নিচের লাল চিহ্নিত বৃত্ত অপশনে ক্লিক করলে সকল ভিডিও দেখতে পারবেন।      ৩। সফটওয়্যার, পিডিএফ, গ্রাফিক্স কালেকশন, ওয়ার্ড ফাইল ও অন্যান্য কোর্স গুলো খুজে না পাইলে নিচের লাল চিহ্নিত open files ক্লিক করবেন। এইটা খুঁজে পেতে আপনাকে দেওয়া লিংক ক্লিক করলেই প্রথমেই দিয়ে রেখেছি।      ৪। সফটওয়্যার গুলো zip ফাইল আকারে আছে সেগুলো unzip করতে হবে । আর সফটওয়্যার ইন্সটল করার সময় ডাটা অফ করে ইন্সটল করতে হবে। তবুও যদি পাসওয়ার্ড চায় তবে 123 ব্যবহার করতে হবে।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.